দক্ষিণ কোরিয়ায় হুন্ডির ব্যবসা আমির হামজার।


দক্ষিণ কোরিয়াতে রমরমা হুন্ডি ব্যবসা, দক্ষিণ কোরিয়ার প্রবাসীরা 50  ভাগ লোক হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়ে থাকে, বাংলাদেশের বিভিন্ন কালোবাজারী টাকাগুলো বিদেশে পাচার করার জন্য এই হুন্ডির ব্যবসা গুলো হয়ে থাকে। আমাদের একজন প্রতিনিধির সাথে কথা বলে জানা যায় আমির হামজা নামের একজন লোক, টাঙ্গাইলে বাড়ি দীর্ঘদিন দক্ষিণ কোরিয়াতে আছে, প্রায় দুই বছর ধরে হুন্ডি ব্যবসার সাথে জড়িত। তিনি 2012 সালের দিক দক্ষিিণ কোরিয়াতে আসেন এবং তার চার বছর পরে হুন্ডির ব্যবসার সাথে জড়িত হয়ে যান। এখন তিনি হুন্ডি ব্যবসা গডফাদার বলা যায়। দূতাবাসের সাথে কথা বলে জানা গিয়েছে তার বর্তমানে G1, কি তাকে বলা হয় রাজনৈতিক আশ্রয়।তিনি তার ভিসা করতে গেলে উল্লেখ করেছেন জামাত-শিবিরের একজন লোক।আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছেন বলে তিনি দেশে যেতে পারছেন না তার নামে মামলা আছে । কিছু ডকুমেন্টস এর এগেনস্টে ভিসা এপ্লাই করেন, এবং এখন তিনি g1 ভিসা নিয়ে আছে।বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের সাথে কথা বলা হয়েছে যখন তিনি বাংলাদেশে আসবে তখন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে এবং দূতাবাস সাথে কথা হয়েছে তারা দক্ষিণ কোরিয়ার পুলিশদের সাথে একযোগে কাজ করবে।

Comments