Posts

Showing posts from June, 2020

দক্ষিণ কোরিয়ায় হুন্ডির ব্যবসা আমির হামজার।

Image
দক্ষিণ কোরিয়াতে রমরমা হুন্ডি ব্যবসা, দক্ষিণ কোরিয়ার প্রবাসীরা 50  ভাগ লোক হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়ে থাকে, বাংলাদেশের বিভিন্ন কালোবাজারী টাকাগুলো বিদেশে পাচার করার জন্য এই হুন্ডির ব্যবসা গুলো হয়ে থাকে। আমাদের একজন প্রতিনিধির সাথে কথা বলে জানা যায় আমির হামজা নামের একজন লোক, টাঙ্গাইলে বাড়ি দীর্ঘদিন দক্ষিণ কোরিয়াতে আছে, প্রায় দুই বছর ধরে হুন্ডি ব্যবসার সাথে জড়িত। তিনি 2012 সালের দিক দক্ষিিণ কোরিয়াতে আসেন এবং তার চার বছর পরে হুন্ডির ব্যবসার সাথে জড়িত হয়ে যান। এখন তিনি হুন্ডি ব্যবসা গডফাদার বলা যায়। দূতাবাসের সাথে কথা বলে জানা গিয়েছে তার বর্তমানে G1, কি তাকে বলা হয় রাজনৈতিক আশ্রয়।তিনি তার ভিসা করতে গেলে উল্লেখ করেছেন জামাত-শিবিরের একজন লোক।আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছেন বলে তিনি দেশে যেতে পারছেন না তার নামে মামলা আছে । কিছু ডকুমেন্টস এর এগেনস্টে ভিসা এপ্লাই করেন, এবং এখন তিনি g1 ভিসা নিয়ে আছে।বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের সাথে কথা বলা হয়েছে যখন তিনি বাংলাদেশে আসবে তখন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে এবং দূতাবাস সাথে কথা হয়েছে তারা দক্ষিণ কোরিয়ার পুলিশদের সাথে একযোগে কা

সিন্ডিকেট-দালালদের দিন শেষ : মেয়র তাপস

Image
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) উন্নয়নকাজে প্রভাব বিস্তার করা বিভিন্ন সিন্ডিকেট ও দালালদের দিন শেষ বলে মন্তব্য করেছেন সংস্থাটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিভিন্ন প্রকল্পের কেনাকাটা ও অনিয়মে সক্রিয় জড়িতদের জন্য নগরভবনের দরজা চিরতরে বন্ধের কথা জানিয়ে দেন তিনি। এ ছাড়া মশক নিধন ও জলাবদ্ধতাসহ ডিএসসিসির নানা কার্যক্রম নিয়ে দৈনিক আমাদের সময়ের সঙ্গে একান্তে আলাপ করেন তিনি। আমাদের সময় : ঢাকার মেয়রদের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় মশক নিধন। অতীতের অনেক মেয়রের মেয়াদকাল এ বিষয়ে সুখকর ছিল না। আপনাকেও প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন সাফল্য যেন মশায় খেয়ে না ফেলে। অতীতে মশক নিধনে ড্রেন ও ডোবায় গাপ্পি মাছের চাষ, জলাশয়গুলো পরিষ্কারসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল। আপনিও মশক নিধনে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। উদ্যোগগুলো কীভাবে বাস্তবায়ন করবেন। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস : মশক নিধনে আগেও কিছু উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তেমন সফলতা লাভ করতে পারেনি। এ ক্ষেত্রে উদ্যোগুলো একদমই ভুল ছিল বিষয়টি এমন নয়, বিষয়টি হলোÑ সুষ্ঠু ব্যবস্থাপনা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করা। পাশাপাশি দরকার ছিল কাজগুলো ঠিকভাবে হচ্ছে