গোপালগঞ্জের কুখ্যাত সুদখোর হৃদয় পাইক।



জেলা ও উপজেলা পর্যায়ে সুদখোরদের ধরতে মাঠে নামছে প্রশাসন।পুলিশ হেড কোয়াটার্সের নির্দেশনায় ইতি মধ্যে কাজ শুরু করছে প্রশাসন।পুলিশ সুপার ও থানার ওসি’রা এ ব্যাপারে মাঠ পর্যায়ে তদারকি শুরু করেছেন।

সরকারকে ফাঁকি দিয়ে চলা সুদ খোরদের তালিকাপ্রস্তুত শুরু হয়েছে।সুদখোরের তালিকায় রয়েছে ব্যক্তি কেন্দ্রিক সুদে কারবারি,অনুমোদনহীন এন জিও,সমবায় সমিতি ও সরকার অনুমোদিত ব্যাংকিং সিস্টেম ছাড়া পরিচালিত প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান পরিচালনাকারীরা সুদখোরের আওতায় পড়বে।
জানা গেছে

 গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নে কিছু সুদখোর আছে যারা কিনা গরিব দুঃখী মানুষকে চড়া  সুদে টাকা দিয়ে ভিটেমাটি থেকে উচ্ছেদ করে দিয়েছে, তেমনি একজন সুদখোরের নাম হৃদয় পাইক, বাবার নাম মাধক পাইক, স্থানীয় কিছু লোকের সাথে কথা বলে যেটা জানা যায় তিনি খুবই স্মার্ট সুদখোর, যার কারণে তাকে বোঝা অনেক কঠিন, এইসব সুদখোর সমাজের কিট, এদের এখনই প্রতিহত করতে হবে, জাতির জনকের জন্মভূমি গোপালগঞ্জে এরকম সুদখোরের জায়গা হতে পারে না বলে দাবি করেছে স্থানীয় জনগণ।এখন করোনা ভাইরাসের জন্য গরীব মানুষরা যার যার বাড়ি থেকে বের হতে পারছেনা এই সময়েই সুদখোরদের চাপে তাদের বাইরে যেতে হচ্ছে, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় লোকজন দাবিও জানাতে চেয়েছে প্রশাসনের কাছে,এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সমাজকে শান্তিতে ফিরে আনার দাবি স্থানীয় বাসিন্দাদের।

Comments